Monday, August 25, 2025

বোমা ফাটিয়ে ফের আলোচনার শীর্ষে পাক ক্রিকেটার শোয়েব আখতার। পাক টিভিতে বসে সরাসরি তিনি বললেন, প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করতো পাকিস্তানের ক্রিকেটাররা। তার অপরাধ সে হিন্দু ছিল! এই কারণে তাকে আলাদা রাখা, কথা না বলা, খারাপ ব্যবহার করা চলত সব সময়েই। শোয়েবের এই কথায় ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটমহলে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহসিকতার প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।

দানিশ পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। তার মামা অনিল দলপত ছিলেন প্রথম হিন্দু ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে দানিশ নিয়েছিলেন ২৬১টি উইকেট। খেলেছিলেন ১৮টি ওয়ান ডে। শোয়েব পাকিস্তান টিভি চ্যানেলে বলেন, দলে মাঝেমধ্যে দেখতাম কেউ বলছে ও করাচি থেকে এসেছে ও ইসলামাবাদের বা পেশোয়ারের। এসব শুনে আমার রাগ হতো। খেলোয়াড় জীবনে এমন ২-৩জনের সঙ্গে আমার সরাসরি সংঘর্ষ হয়েছে। কেউ যদি ধর্মে হিন্দু হয় আর পাকিস্তান ক্রিকেট দলে খেলে আর পারফর্ম করে, তাহলে ধর্মের কথা ওঠে কোথা থেকে! নির্দিষ্ট সেই ক্রিকেটারের নাম না করে শোয়েব বলেন, দলের কয়েকজন জানতে চাইত, দানিশ কেন এখন থেকে খাবার নিচ্ছে? অথচ এই হিন্দু ছেলেটাই ইংল্যান্ডে আমাদের টেস্ট জিতিয়েছিল। পাকিস্তানে খেলতে নেমে কেউ যদি প্রচুর উইকেট নেয় তাহলে সে তো সুযোগ পাবেই কিন্তু ওকে অনেকেই সে কৃতিত্ব দিতে চাইতো না।

ছবির এই অভিযোগকে যথার্থই বলেছেন দানিশ বলেছেন শোয়েব একজন কিংবদন্তি আর ওর কথা ওর বলের মতো ধারালো যখন পাকিস্তানের খেলতাম এই কথাগুলো বলার সাহস ছিলনা কিন্তু শোয়েব এগিয়ে আসায় এবার মুখ খুলব। আমার হয়ে ইনজামাম ভাই ইউসুফ, ইউনুস মুখ খুলেছিলেন। কিন্তু থামানো যায়নি ওদের কথা, ওদের আচরণ। এবার আমি মুখ খুলব। জানাব ওই ক্রিকেটারদের নাম। দানিশ কাদের নাম মুখে আনেন, সে নিয়ে পাক ক্রিকেট মহলে এখন চাপা উৎকণ্ঠা।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version