Saturday, November 15, 2025

কানোরিয়া মুখ খুলে কাদের নাম বলবেন! পাক ক্রিকেটে চরম টেনশন

Date:

বোমা ফাটিয়ে ফের আলোচনার শীর্ষে পাক ক্রিকেটার শোয়েব আখতার। পাক টিভিতে বসে সরাসরি তিনি বললেন, প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করতো পাকিস্তানের ক্রিকেটাররা। তার অপরাধ সে হিন্দু ছিল! এই কারণে তাকে আলাদা রাখা, কথা না বলা, খারাপ ব্যবহার করা চলত সব সময়েই। শোয়েবের এই কথায় ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটমহলে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহসিকতার প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।

দানিশ পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। তার মামা অনিল দলপত ছিলেন প্রথম হিন্দু ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে দানিশ নিয়েছিলেন ২৬১টি উইকেট। খেলেছিলেন ১৮টি ওয়ান ডে। শোয়েব পাকিস্তান টিভি চ্যানেলে বলেন, দলে মাঝেমধ্যে দেখতাম কেউ বলছে ও করাচি থেকে এসেছে ও ইসলামাবাদের বা পেশোয়ারের। এসব শুনে আমার রাগ হতো। খেলোয়াড় জীবনে এমন ২-৩জনের সঙ্গে আমার সরাসরি সংঘর্ষ হয়েছে। কেউ যদি ধর্মে হিন্দু হয় আর পাকিস্তান ক্রিকেট দলে খেলে আর পারফর্ম করে, তাহলে ধর্মের কথা ওঠে কোথা থেকে! নির্দিষ্ট সেই ক্রিকেটারের নাম না করে শোয়েব বলেন, দলের কয়েকজন জানতে চাইত, দানিশ কেন এখন থেকে খাবার নিচ্ছে? অথচ এই হিন্দু ছেলেটাই ইংল্যান্ডে আমাদের টেস্ট জিতিয়েছিল। পাকিস্তানে খেলতে নেমে কেউ যদি প্রচুর উইকেট নেয় তাহলে সে তো সুযোগ পাবেই কিন্তু ওকে অনেকেই সে কৃতিত্ব দিতে চাইতো না।

ছবির এই অভিযোগকে যথার্থই বলেছেন দানিশ বলেছেন শোয়েব একজন কিংবদন্তি আর ওর কথা ওর বলের মতো ধারালো যখন পাকিস্তানের খেলতাম এই কথাগুলো বলার সাহস ছিলনা কিন্তু শোয়েব এগিয়ে আসায় এবার মুখ খুলব। আমার হয়ে ইনজামাম ভাই ইউসুফ, ইউনুস মুখ খুলেছিলেন। কিন্তু থামানো যায়নি ওদের কথা, ওদের আচরণ। এবার আমি মুখ খুলব। জানাব ওই ক্রিকেটারদের নাম। দানিশ কাদের নাম মুখে আনেন, সে নিয়ে পাক ক্রিকেট মহলে এখন চাপা উৎকণ্ঠা।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version