বিজেপির অস্বস্তি বাড়ালেন দলের প্রাক্তন নেতা, প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা। মোদি-শাহর নাম না করে তাদের টুকরে গ্যাংয়ের ‘দুর্যোধন আর দুঃশাসন’ বললেন। তাঁর ট্যুইট এখন ভাইরাল সর্বত্র। শুধু তাই নয় মানুষকে দুজনের থেকে দূরে থাকতে বলেছেন।

এনআরসি আর সিএএ-কে কেন্দ্র করে হিংসা আর বিক্ষোভের জন্য কংগ্রেসকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদেরকে টুকরে গ্যাং নামে অভিহিত করেন অমিত শাহ। বলেন আগামী বছর দিল্লির নির্বাচনে এই টুকরে গ্যাংকে উচিত শিক্ষা দিন। যশবন্ত গত বছরই বিজেপি ছেড়ে রাজনীতি থেকে অবসর নিয়ে বলেন, দল ছাড়লাম। ভারতের গণতন্ত্র এখন বিপদে।
আরও পড়ুন-শিশুদের মধ্যে কেক বিলি করলেন সাধন পান্ডে
