Thursday, August 28, 2025

প্রিয়াঙ্কার রুদ্রমূর্তিতে থমকালো পুলিশ, 2 কিমি হেঁটেই গেলেন ধৃত সমাজকর্মীর বাড়ি

Date:

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ-প্রতিবাদে এখনও টানটান উত্তেজনা উত্তর প্রদেশজুড়ে। তার মাঝেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রুদ্রমূর্তি দেখে পিছু হঠলো যোগীর পুলিশ ৷
শনিবার উত্তরপ্রদেশ পুলিশের সব বাধা উড়িয়ে টানা প্রায় দু’ কিলোমিটার হেঁটে প্রাক্তন IPS অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। “স্রেফ পুলিশের ভয় দেখিয়ে উত্তর প্রদেশে নিজের গদি টিঁকিয়ে রেখেছেন যোগী”, বলে তোপ দাগেন প্রিয়াঙ্কা।

গত 19 ডিসেম্বর CAA বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসাত্মক কিছু ঘটনা ঘটেছিল লখনউতে। আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ এনে যোগীর পুলিশ সমাজকর্মী দারাপুরিকে গ্রেফতার করে। শনিবার বিকেলে পুলিশি হেফাজতে থাকা দারাপুরি-র পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রিয়াঙ্কা।

এই কর্মসূচি বানচাল করতে এদিন মরিয়া সক্রিয়তা দেখায় উত্তর প্রদেশ পুলিশ৷ পুলিশের বাধার জেরে গাড়ি ছেড়ে এক সময় বাইকে করে গন্তব্যে রওনা দেন তিনি। তাতেও বাধা আসে৷ শেষে হাঁটা শুরু করেন প্রিয়াঙ্কা৷
যাত্রাপথে শহরের 1090 নামে এক জায়গায় ফের পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। সেই বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পরে পলিটেকনিক স্কোয়ারের কাছে ফের তার গতি রোধ করে যোগীর পুলিশ। এর আগে আর যাওয়া যাবে না বলে পুলিশ জানায় তাঁকে৷ কিন্তু তিনি যে অত সহজে হাল ছাড়ার পাত্রী নন, পুলিশকে তা বুঝিয়ে দেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। কেন, কি কারণে তাঁকে আটকানো হচ্ছে, উপস্থিত পুলিশকর্তাদের কাছে জানতে চান। সে সময় পুলিশের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
এর পরে গাড়ি থেকে নেমে পড়েন এবং সোজা হাঁটা লাগান প্রাক্তন IPS অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরির বাড়ির দিকে। শীতের শেষ-বিকেলে প্রিয়াঙ্কার এই তেজ দেখে সকলে চমকে যান। পলিটেকনিক স্কোয়ার থেকে প্রায় দু’ কিলোমিটার পায়ে হেঁটে শেষ পর্যন্ত দারাপুরির বাড়িতে পৌঁছন প্রিয়াঙ্কা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
পুলিশের এই ধরনের আচরণে তীব্র ক্ষোভ উগরে গিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, “এটা কী ধরনের শাসন ব্যবস্থা? রাজ্যজুড়ে পুলিশি জুলুম চালাচ্ছে যোগী সরকার। সাধারণ মানুষের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। পুলিশি সন্ত্রাসে চারদিকে চূড়ান্ত আতঙ্কের পরিবেশ।’

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version