অবশেষে কুয়ো থেকে উদ্ধার সম্রাটের নিথর দেহ

১৮ ঘণ্টা পরে অবশেষে উদ্ধার হল বাঁশদ্রোণীর যুবকের নিথর দেহ। কুঁয়ো তৈরির মিস্ত্রিরা। শনিবার ভোরে সম্রাট সরকারের দেহ তোলা হয়।

শুক্রবার, স্নান করতে গিয়ে কুঁয়োয় হয়ে পড়ে যান সম্রাট সরকার। দিনভর দমকলকর্মীরা চেষ্টার পরেও প্রায় ৫০ ফুট গভীর থেকে তাঁকে তুলতে পারেননি। বিকেলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু ডুবুরি নামিয়েও তোলা যায়নি যুবককে। একবার তোলার চেষ্টা করার সময় দড়ি খুলে ফের জলে পড়ে যান যুবক। রাত সাড়ে নটা নাগাদ উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন সম্রাটের পরিবার ও প্রতিবেশীরা। শনিবার ভোরে মিস্ত্রিরা জল থেকে উদ্ধার করেন সম্রাটের নিথর দেহ। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Previous articleসাত বছর পর আগের মাইলস্টোন ছোঁওয়ার সম্ভাবনা ঠান্ডার
Next articleছুটি পেয়ে এবার ক্রিকেট শিক্ষকের ভূমিকায় রোহিত