রাজ্যে ভুল এনআরসি বাতিল করে ফের তথ্য যাচাই হোক, সুপ্রিম কোর্টে আর্জি জানাচ্ছে অসম সরকার

অসম এনআরসিতে ব্যাপক গরমিলের অভিযোগে এবং প্রাথমিকভাবে অন্তত ২০ শতাংশ তথ্য পুনরায় যাচাইয়ের আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্যের বিজেপি সরকার। ইতিপূর্বে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ এই দাবি একবার খারিজ করে দিলেও নতুন যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসম এনআরসিতে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পর এই তালিকা নিয়ে প্রবল অসন্তোষ জানায় বিজেপি, কংগ্রেস সহ অসমের বেশিরভাগ রাজনৈতিক দল। অসম রাজ্য সরকারের বক্তব্য ছিল, যেহেতু এই এনআরসি-র গোটা কাজটাই হয়েছে সুপ্রিম কোর্টের তত্বাবধানে ও নজরদারিতে, তাই এর দায় কোর্ট নিযুক্ত অফিসার প্রতীক হাজেলা ও তাঁর টিমের। এনআরসির এই গরমিল দূর করার প্রতিশ্রুতি দিয়ে অসমের বিজেপি নেতা-মন্ত্রীরা এতদিন বলছিলেন, সারা দেশের সঙ্গে অসমেও ফের নতুন করে এনআরসি হবে। তখন আগের ভুলে ভরা এনআরসিও কার্যত বাতিল হয়ে যাবে। কিন্তু এখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই জানিয়ে দিয়েছেন, আপাতত সারা দেশে এনআরসি করার পরিকল্পনা নেই কেন্দ্র সরকারের। ফলে সারা দেশে এনআরসি এখন হবে না বুঝে আগের এনআরসি সংশোধনের জন্যই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইতে চলেছে অসম সরকার। তাদের আর্জি, তালিকার তথ্য যাচাই করে ব্যাপক গরমিল পেলে যেন অসমের আগের এনআরসি বাতিল করে নতুন তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Previous articleচন্দ্রকোনার খালে তলিয়ে গেল তিন ব্যক্তি, কারণ জানেন ?
Next articleআওরঙ্গজেব সম্পর্কে জানতে চান? নজর রাখুন