ফের পাক ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগরে দিলেন দানিশ

ফের পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ উগরে দিলেন দানিশ কানেরিয়া।
ধর্মীয় কারণে পাকিস্তান জাতীয় দলে ব্রাত্য ছিলেন লেগস্পিনার। স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত এই পাক ক্রিকেটারকে থামানোই যাচ্ছে না।
কারও নাম না করে কানেরিয়া বলেছেন, ‘‘পাকিস্তানে এ রকম অনেক খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচ গড়াপেটা করেছে। অথচ তাদের সসম্মানে দলে ফেরানো হয়েছে। পাকিস্তানের জন্য দশ বছর মাঠে রক্ত ঝরিয়েছি। যারা টাকার জন্য দেশকে বেচে দিয়েছিল ক্রিকেট মাঠে, তাদের পাকিস্তান জাতীয় দল বা ক্রিকেট বোর্ডে সসম্মানে ফেরানো হয়েছে। কাউকে টিভি চ্যানেলে বিশেষজ্ঞও করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে ২৬১টি উইকেট পেয়েছেন এই লেগস্পিনার।
তিনি বলেছেন, ‘‘গত ১০ বছর ধরে আমি উপার্জনহীন। টিভি চ্যানেলে আমাকে ডাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অতীতে টিভিতে যে অনুষ্ঠান করেছি, তার বকেয়া অর্থও পাইনি। সবাই ভুলে গিয়েছে আমারও সংসার রয়েছে।

Previous articleশত্রু নিধনে ভারতীয় সেনাদের হাতে আসছে নানান মারণ অস্ত্র
Next articleপ্যান-আধার সংযোগ করেছেন তো! নইলেই কার্ড বাতিল