প্রতীকী ডিটেনশন ক্যাম্প বানিয়ে অভিনব প্রতিবাদ ছাত্র সমাজের

দেশের ছাত্র মহলের পাশাপাশি এই রাজ্যের ছাত্র সমাজও NRC-CAA এবং জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে। তাই শহরের বুকে লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। সোমবারও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার রানি রাসমণি রোড পর্যন্ত একটি বিরাট প্রতিবাদ মিছিল করে শহর ও জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

এই মিছিলে যেমন যেমন ছিল “আজাদী” স্লোগান, ঠিক তেমনইভাবে NRC-CAA-NPR নিয়ে মোদি-অমিত শাহ ও বিজেপির বিরুদ্ধে ধিক্কার। ছাত্রছাত্রীদের হাতে এই শান্তি মিছিলে ছিল জাতীয় পতাকা।

তবে এদিন মিছিলের শুরুতেই ছিল এক অভিনব প্রতিবাদ।প্রতীকী ডিটেনশন ক্যাম্প বানিয়ে মিছিলে হেঁটেছে একদল ছাত্র। যা সকলের নজর কেড়েছে।

Previous article‘হানি ট্র্যাপ’ রুখতে কড়া পদক্ষেপ নৌসেনা বাহিনীর
Next article৪জানুয়ারি থেকে ভাঙা হবে টালা ব্রিজ