Tuesday, January 13, 2026

ভোটের আগে কল্পতরু কলকাতা পুরসভা,৩ কাঠা জমিতে বাড়ি করতে লাগবে না প্ল্যান

Date:

Share post:

কলকাতা পুরসভার ভোট দোরগড়ায়৷ তার আগে কল্পতরু হয়ে উঠলো কলকাতা পুরসভা।

এবার সাধারন মানুষ বাড়ি তৈরিতে ‘মেগা-ছাড়’ পেতে চলেছে৷ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, এখন থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। শুধু তাই নয়, ২০০ স্কোয়ার মিটার জমিতে বাড়ি তৈরিতেও লাগবে না কোনও প্ল্যান। অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। সেইসঙ্গে দিতে হবে কেবল লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি। তবে ৩ কাঠা হোক বা ২০০ স্কোয়ার মিটার জমিতে সর্বোচ্চ G+2 বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। তার চেয়ে বেশি তলা তৈরি করা যাবে না। আইন ভাঙলে সেই দায় চাপবে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের উপর।

ছোট জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং প্ল্যানে আটকে যায় অনেকের স্বপ্নই। পুর-ভোটের মুখে ছোট বাড়ির ক্ষেত্রে সেই আশঙ্কা দূর করার চেষ্টায় নামল পুরসভা।
পুরসভা সূত্রের খবর, এর আগে ২০১৪ সালে বাড়িতে বসেই অনলাইনে পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন করানোর সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা৷

 

পুরসভার দাবি, অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় বাড়ি তৈরির অনুমতি নেওয়ার জন্য আর আগের মতো পুর অফিসে ধরনা দিতে হয় না৷ মানুষের হয়রানি অনেকটাই কমেছে। দাবি, বাড়ির নকশা অনুমোদনকে কেন্দ্র করে বিল্ডিং বিভাগে যে সব অনিয়মের অভিযোগ শুনতে পাওয়া যায়, তাতেও লাগাম পরানো গেছে অনেকটাই। তবে এবার বিল্ডিং প্ল্যান ছাড়াই যেভাবে ছোট বাড়ি তৈরির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে পুরসভা, তাতে রাজনৈতিক মহলের ধারনা, পুরসভা এবং বিধানসভা ভোটের আগে মধ্যবিত্তদের খুশি করতেই এই সিদ্ধান্ত নিলো তৃণমূল নিয়ন্ত্রিত কলকাতা পুরসভা৷

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...