Thursday, August 21, 2025

ভোটে হেরেও উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি’র সুশীল মোদি, পাল্টা তোপ প্রশান্ত কিশোরের

Date:

বিহারের মুখ্যমন্ত্রীর দল JDU-র জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা সুশীল মোদি মঙ্গলবার কারও নাম না করেই টুইট করেন, ‌‘‘একজন ব্যবসায়ী প্রথমে বাজার তৈরির চেষ্টা করেন। তার পর দেশের ভালোর কথা ভাবেন।’’ রাজনৈতিক মহল বলছে, প্রশান্ত কিশোরের দিকেই সুশীলের ইঙ্গিত।

ওই টুইটের কিছুক্ষণের মধ্যেই সুশীল মোদিকে উত্তর ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর৷ পাল্টা টুইটে পিকে লিখেছেন, “নীতীশ কুমার ও তাঁর দলকে ক্ষমতায় এনেছে জনতা, কোনও বড় দলের নেতা নয়৷”
সুশীল মোদি পিকের নাম না করলেও, প্রশান্ত কিশোর মঙ্গলবার সরাসরি নাম করেই কটাক্ষ করেন সুশীল মোদীকে। টুইটারে তিনি লেখেন, ‘‘2015 সালের বিধানসভা নির্বাচনে হারের পরেও পরিস্থিতির কারণে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সুশীল মোদী। তাঁর কাছ থেকে রাজনৈতিক বিষয়ে জ্ঞান শুনে উৎফুল্ল বোধ করছি।’’


রবিবার প্রশান্ত কিশোর বলেছিলেন, বিহারে বিজেপির সঙ্গে নীতীশ কুমার সরকারের নয়া সমীকরণ তৈরি হওয়া উচিত। এর পরেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, “যারা নির্বাচনী তথ্য ও স্লোগানকে হাতিয়ার করে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরূপ মন্তব্যে NDA- এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে”। বিজেপি’র এই বক্তব্যেরই উত্তর ফিরিয়েছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর বিহারে বিজেপি ও JDU-র
আসন ভাগাভাগি নিয়ে দু’দিন আগে বলেছিলেন
“দুই দলের মধ্যে এত দিন 50:50 সমীকরণ মেনে আসন বণ্টন হলেও, আগামী বিধানসভা নির্বাচনে সিংহভাগ আসনে JDU- রই প্রার্থী দেওয়া উচিত। তিনি আরও বলেন, ‘‘আমি জানি যে আসন বন্টন 1:1:4 অনুপাতে হওয়া উচিত।’’ অর্থাৎ বিজেপি 5টি আসনে প্রার্থী দিলে, JDU 7টি আসনে প্রার্থী দিতে পারে”৷ প্রশান্ত কিশোরের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version