Monday, November 17, 2025

ভোটে হেরেও উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি’র সুশীল মোদি, পাল্টা তোপ প্রশান্ত কিশোরের

Date:

বিহারের মুখ্যমন্ত্রীর দল JDU-র জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা সুশীল মোদি মঙ্গলবার কারও নাম না করেই টুইট করেন, ‌‘‘একজন ব্যবসায়ী প্রথমে বাজার তৈরির চেষ্টা করেন। তার পর দেশের ভালোর কথা ভাবেন।’’ রাজনৈতিক মহল বলছে, প্রশান্ত কিশোরের দিকেই সুশীলের ইঙ্গিত।

ওই টুইটের কিছুক্ষণের মধ্যেই সুশীল মোদিকে উত্তর ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর৷ পাল্টা টুইটে পিকে লিখেছেন, “নীতীশ কুমার ও তাঁর দলকে ক্ষমতায় এনেছে জনতা, কোনও বড় দলের নেতা নয়৷”
সুশীল মোদি পিকের নাম না করলেও, প্রশান্ত কিশোর মঙ্গলবার সরাসরি নাম করেই কটাক্ষ করেন সুশীল মোদীকে। টুইটারে তিনি লেখেন, ‘‘2015 সালের বিধানসভা নির্বাচনে হারের পরেও পরিস্থিতির কারণে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সুশীল মোদী। তাঁর কাছ থেকে রাজনৈতিক বিষয়ে জ্ঞান শুনে উৎফুল্ল বোধ করছি।’’


রবিবার প্রশান্ত কিশোর বলেছিলেন, বিহারে বিজেপির সঙ্গে নীতীশ কুমার সরকারের নয়া সমীকরণ তৈরি হওয়া উচিত। এর পরেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, “যারা নির্বাচনী তথ্য ও স্লোগানকে হাতিয়ার করে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরূপ মন্তব্যে NDA- এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে”। বিজেপি’র এই বক্তব্যেরই উত্তর ফিরিয়েছেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর বিহারে বিজেপি ও JDU-র
আসন ভাগাভাগি নিয়ে দু’দিন আগে বলেছিলেন
“দুই দলের মধ্যে এত দিন 50:50 সমীকরণ মেনে আসন বণ্টন হলেও, আগামী বিধানসভা নির্বাচনে সিংহভাগ আসনে JDU- রই প্রার্থী দেওয়া উচিত। তিনি আরও বলেন, ‘‘আমি জানি যে আসন বন্টন 1:1:4 অনুপাতে হওয়া উচিত।’’ অর্থাৎ বিজেপি 5টি আসনে প্রার্থী দিলে, JDU 7টি আসনে প্রার্থী দিতে পারে”৷ প্রশান্ত কিশোরের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি।

Related articles

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...
Exit mobile version