আর কিছুক্ষণ পরেই নতুন বছরের শুরু। আর সেই আনন্দেই মেতে উঠেছে গোটা শহরবাসী। আর তাতেই যাতে কোনও বিপত্তি না হয় তার জন্য রাস্তায় নেমেছে প্রায় ৫ হাজার পুলিশ। বর্ষবরণে পার্কস্ট্রিটের নিরাপত্তা বাড়াতে, এবার রাস্তায় নামছে ক্র্যাক টিম। নেতৃত্ব থাকছেন একজন ডেপুটি কমিশনার। ক্র্যাক টিমের সঙ্গে থাকছে উইনার্স ও ওয়ারিয়র বাহিনীও। এবং গোটা শহরে মোতায়েন করা হয়েছে ৫ হাজার পুলিশ।
