বছরের শেষ দিনে রাজ্য জুড়ে বিনোদন পার্কগুলিতে ভিড় উপচে পড়ছে। বাদ যায়নি হুগলিও। জেলার বিভিন্ন পর্যটনস্থলে গিয়েছেন বহু মানুষ। পার্কগুলিতে পিকনিক করতে জেলার ও জেলার বাইরে থেকেও অনেকে পৌঁছেছেন। গানের তালে নাচ, আর সঙ্গে রান্না। কনকনে ঠাণ্ডায় রোদ গায়ে মেখে বছরের শেষ দিনটা উৎসবের আমেজে কাটাতে চাইছেন সকলে।
