Sunday, August 24, 2025

‘রাজনীতিতে এসেছেন নিজের সংস্থা চালাতে’, নাম না করে প্রশান্ত কিশোরকে বিজেপি’র তোপ

Date:

“এক ব্যক্তি যিনি নিজে এক ব্যবসা চালান লাভ করার লক্ষ্যে, তিনি নিজের পেশার জন্য একটি বাজার তৈরি করতে চাইছেন। দেশের কল্যাণের বিষয়ে পরে ভাববেন।”
জনতা দল ইউনাইটেড বা JDU-র জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরকে এভাবেই আক্রমণ করলেন বিহারের বিজেপি নেতা
সুশীল মোদি৷

২০২০ সালের অক্টোবরে অর্থাৎ  শেষভাগেই বিহারে বিধানসভা নির্বাচন। সম্প্রতি আসন্ন নির্বাচনে তাঁর দল, JDU- র জন্য সিংহভাগ আসন সমঝোতা করতে চেয়েছেন প্রশান্ত কিশোর। ঠিক এই প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করে বিজেপি বলেছে, এই ধরনের ক্ষতিকর মন্তব্যের ফলে NDA-র সমস্যা হচ্ছে। বিজেপি নেতা সুশীল মোদি অবশ্য প্রশান্ত কিশোরের নাম উল্লেখ করেননি। লোকসভা নির্বাচনে বিহারে বিজেপি ও JDU সমসংখ্যক আসন ভাগাভাগি করেছিলো। বিধানসভা নির্বাচনেও তেমনটাই চাইছে গেরুয়া শিবির। কিন্তু নির্বাচন কৌশলী তথা JDU-র সর্বভারতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের দাবি, আগের নির্বাচনের ফলাফল দেখে সেই অনুযায়ী, JDU-কে বেশি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।

এদিকে বিজেপি নেতা সুশীল মোদি টুইট করে বলেছেন, ‘‘২০২০ বিধানসভা নির্বাচনে বিহারে লড়াই হবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ নেতৃত্বে। সময় এলে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নেবেন দু’দলের নেতারি৷ এই বিষয়ে কোনও সমস্যাই নেই। কিন্তু যে ব্যক্তি আদর্শের কারণে রাজনীতিতে প্রবেশ করেননি, রাজনীতিতে এসেছেন এক সংস্থা চালাতে, যারা নির্বাচনের তথ্য সংগ্রহ করে ও স্লোগান ঠিক করে, তারা এই ধরনের মন্তব্য করে NDA জোটের বিরুদ্ধে বিরোধীদের সুবিধা পাইয়ে দিচ্ছে।”

প্রসঙ্গত,গত ২০১৪ সালে বিজেপি ও প্রশান্ত কিশোরের সম্পর্ক ছিন্ন হয়। সম্প্রতি CAA বিরোধিতা করে মন্তব্যও করেছেন পিকে। নীতীশ কুমারের নির্দেশে দল সংসদে ওই আইনকে সমর্থন করলে তার বিরোধিতা করে প্রশান্ত কিশোর জানান, সরকারের প্রস্তাবিত NRC-র মতো পদক্ষেপের বিরুদ্ধে তাঁদের দলের প্রতিবাদ করা উচিত। এবার নির্বাচনের আসন বণ্টন নিয়ে তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের সংঘাত প্রকট হল।
শুধু সুশীল মোদিই নন, JDU- সাংসদ আরসিপি সিংহও প্রশান্ত কিশোরকে আক্রমণ করেন। তিনিও পিকে-র নাম না করে বলেন, “প্রচারের আলোয় থাকার জন্যই কেউ কেউ এমন মন্তব্য করছেন”৷

আরও পড়ুন-নতুন বছরে সুখবর! কমছে ঋণের সুদের হার কমাচ্ছে এসবিআই

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version