অযোধ্যা রায় মেনে মসজিদ তৈরির জন্য জমি বাছল যোগী সরকার

ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে অযোধ্যার বহু-বিতর্কিত জমিটি রামলালার নামে নির্দিষ্ট করেছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, বিকল্প মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দিতে হবে মামলাকারী সুন্নি ওয়াকফ বোর্ডকে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার মুসলিমদের ৫ একর জমির জন্য প্রাথমিকভাবে পাঁচটি প্লট চিহ্নিত করেছে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। মীরজাপুর, সামসুদ্দিনপুর, চাঁদপুর এলাকার পাঁচটি জমি বাছা হয়েছে। এর মধ্যে থেকেই ৫ একর জমি মসজিদ তৈরির জন্য বরাদ্দ করে সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে চায় বিজেপি সরকার।

প্রসঙ্গত, অযোধ্যা রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারী একাধিক পক্ষ ও সংগঠনের হয়ে প্রায় ১৮ টি রিভিউ পিটিশন জমা পড়ে আদালতে। কিন্তু পর্যালোচনার পর একসঙ্গে সবকটি পিটিশনই খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বেঞ্চ।

আরও পড়ুন-যাদবপুর-কর্তাদের রাজভবনে তলব, সব উপাচার্যের সঙ্গে বৈঠক, এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়

 

Previous articleযাদবপুর-কর্তাদের রাজভবনে তলব, সব উপাচার্যের সঙ্গে বৈঠক, এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়
Next articleবিদেশ না গিয়ে হাসপাতালে এসে দেখুন: রাহুলকে লকেট