রাজ্যকে এড়িয়ে অনলাইন সিএএ?

এবার ঘুরপথে নাগরিকত্ব আইন চালু করতে পারে কেন্দ্র। প্রয়োজনে রাজ্য সরকারের কোনও পরিকাঠামো ব্যবহার না করে, অনলাইনে চালু করা হতে পারে পুরো প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের দাবি, এভাবে অনলাইনে প্রক্রিয়া সম্পন্ন হলে, রাজ্যের আপত্তিতে কোনও অসুবিধা হবে না। কেন্দ্র যেহেতু রাজ্য সরকারের পরিকাঠামো ব্যবহারই করছে না, তাই রাজ্যের হস্তক্ষেপ করারও কোনও সুযোগ থাকছে না।রাজ্যগুলির এত আপত্তি সত্ত্বেও দমে যায়নি কেন্দ্র। এই আইন বাতিলের কোনও প্রশ্নই নেই, আগেই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি ছিল, সংবিধান অনুযায়ী নাগরিকত্ব সম্পর্কিত কোনও আইন পাশ হলে, তা কোনওভাবেই আটকে দিতে পারে না রাজ্য সরকার। কিন্তু আইন যাই বলুক, রাজ্য সরকারের পরিকাঠামো ব্যবহার না করে, এত বড় প্রক্রিয়া সম্পূর্ণ করা একপ্রকার অসম্ভব।

Previous articleনতুন বছরে কেন্দ্রের “উপহার”, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
Next articleকাশীপুর উদ্যানবাটীতে গিয়ে শান্তির বার্তা ধনকড়ের