নতুন বছরে কেন্দ্রের “উপহার”, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

NRC-CAA নিয়ে অগ্নিগর্ভ দেশ। একইভাবে মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পেঁয়াজ-আলু হোক কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস। বাজারে এখন অগ্নিমূল্য। পকেটে হাত দিলেই লাগছে ছেঁকা। আজ থেকেই বেড়েছে রেল ভাড়া। কিছুদিন আগে বাড়ানো হয়েছে মেট্রো রেলের ভাড়াও।

এর মধ্যেই নতুন বছরে দেশবাসী ও রাজ্যবাসীকে নতুন “উপহার” দিল কেন্দ্রীয় সরকার। আজ, বুধবার থেকে রান্নার গ্যাসের দাম ফের একবার বাড়ল। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের বাজার মূল্য আজ থেকে দাঁড়াল ৭৪৭ টাকা। গত মাসের তুলনায় যা ২১ টাকা ৫০ পয়সা বেড়েছে।

যদিও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম একই রয়েছে। তার দাম ৫০৩ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম ৩৩ টাকা বেড়ে হয়েছে ১৩০৮ টাকা ৫০ পয়সা। লাগাতার এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছে সাধারন মানুষ।

Previous articleনতুন বছরের শুরুতেই অশান্তি, উত্তর চব্বিশ পরগণার বিস্তীর্ণ এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
Next articleরাজ্যকে এড়িয়ে অনলাইন সিএএ?