বছর শুরুতেই কেন্দ্রের চমক, ১০২ লক্ষ কোটি বিনিয়োগ পরিকাঠামোয়

বছরের শুরুতেই নরেন্দ্র মোদি সরকারের বিরাট ঘোষণা। আগামী পাঁচ বছরে পরিকাঠামো উন্নয়নে ১০০কোটি টাকা বিনিয়োগ করা হবে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তথ্য তথ্য পেশ করে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন (এনআইপি) ঘোষণা করেন। জানান, গত ৬ বছরে কেন্দ্র পরিকাঠামো উন্নয়নে ৫১লক্ষ কোটি টাকা খরচ করেছে। আর আগামী পাঁচ বছরে তার দ্বিগুণ টাকা খরচ করবে। লালকেল্লা থেকে ভাষণে গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী অবশ্য এই ঘোষণা করেছিলেন। তিনি ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন। সীতারামন যোগ করেছেন আরও দু’লক্ষ কোটি টাকা।

ইতিমধ্যেই এই পরিকল্পনা রূপায়ণের জন্য কেন্দ্র টাস্ক ফোর্স গঠন করেছে। টাস্ক ফোর্সে রয়েছে কেন্দ্রের বিভিন্ন দফতরের মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, পরিকাঠামো সংক্রান্ত সংস্থার প্রতিনিধিরা। সব মিলিয়ে ৭০টি পক্ষের প্রতিনিধিরা রয়েছে এই টাস্ক ফোর্সে। সীতারামন জানান, এটাই ভারতের প্রথম এনআইপি। ১০২ কোটি টাকার সঙ্গে আরও তিন লক্ষ কোটি টাকা পরে যোগ করা হবে। এই বিনিয়োগে কেন্দ্র ও রাজ্যের ৩৯% করে অংশ থাকবে, বাকি ২২ শতাংশ বিনিয়োগ করবে বেসরকারি সংস্থাগুলি।

Previous articleদিল্লিতে জাতীয় সঙ্গীত গেয়ে ২০২০ কে স্বাগত জানালেন CAA বিরোধী আন্দোলনকারীরা
Next articleবর্ষবরণের রাতে বিভিন্ন অভিযোগে শহরে ধৃত হাজারেরও বেশি