বর্ষবরণের রাতে বিভিন্ন অভিযোগে শহরে ধৃত হাজারেরও বেশি

কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বর্ষবরণের রাতে কোনওভাবেই অশালীন-অসভ্য আচরণ বরদাস্ত করা হবে না। আর্জি জানানো হয়েছিল, রাতভর সেলিব্রেশন করুন, পুলিশ পাশে আছে। কিন্তু অপ্রীতিকর কিছু দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেই মতো বর্ষবরণের রাতে কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ১৩০৫ জনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে জামিন অযোগ্য ধারায় ১৪৮ জন, অশালীন আচরণের অভিযোগে ৮৬৭ জন, মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ১৮৮ জন, স্পিড লিমিট ক্রস করে বিশাল গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৩৬ জন এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Previous articleবছর শুরুতেই কেন্দ্রের চমক, ১০২ লক্ষ কোটি বিনিয়োগ পরিকাঠামোয়
Next articleবর্ষবরণের রাতে ধর্মতলার মোড়ে মহিলাকে কটূক্তি, পলাতক অভিযুক্তরা