বৈদ্যবাটিতে কল্পতরু উৎসব

বৈদ্যবাটি রামকৃষ্ণ সারদা মিশনে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার রীতি মেনেই প্রতিবছর এই উৎসব পালিত হয়। বুধবার, বছরের প্রথম দিন কল্পতরু উৎসব উপলক্ষে এলাকায় প্রভাতফেরি করা হয়। এছাড়া সারাদিন ধরে চলছে বিশেষ পুজোপাঠ। কল্পতরু উৎসব উপলক্ষে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে। কল্পতরু উৎসব উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে বৈদ্যবাটিতে।

Previous articleনতুন বছরের প্রথম দিন থেকেই ভাড়া বাড়ালো রেল, কত জানেন?
Next articleহাতিয়ার NRC-CAA, প্রতিষ্ঠা দিবসে রাজ্য থেকে বিজেপিকে উৎখাতের সংকল্প তৃণমূলের