পিএফআই-এর মিছিলের অনুমতি বাতিল করল রাজ্য পুলিশ

সিএএ এবং এনআরসির বিরুদ্ধে ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’কে মিছিল করার অনুমতি দিল না রাজ্য পুলিশ। এই বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ আবু তাহের খানের নাম।পিএফআইয়ের জানুয়ারির ৫ তারিখ মুর্শিদাবাদে র্যা লি করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু বৃহস্পতিবার পুলিশ সেই আবেদন খারিজ করে দিয়েছে।
যদিও সাংসদ আবু তাহের খান বলেছেন, ‘এই বিষয়ে আমার কিছু জানা নেই। ওরা যদি পোস্টারে আমার নাম ব্যবহার করে থাকে, আমি তাতে কিছু করতে পারব না।’। বুধবারই উত্তরপ্রদেশ সরকার স্বরাষ্ট্রমন্ত্রককে পিএফআই-কে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানিয়েছিল। এরপরই আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশ পিএফআই-এর মিছিল করার অনুমতি বাতিল করেছে।

Previous articleভাটপাড়া পুরসভায় তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ হাইকোর্টে, রায়কে চ্যালেঞ্জ শাসকদলের
Next articleখড়গ্রামে গুলিবিদ্ধ ছাত্র, পুরনো শত্রুতা?