Friday, August 22, 2025

ফের বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান হওয়ার দাবি উঠল। এবার জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়ালের মেয়ে বলে নিজেকে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলা। এই দাবি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করেছেন কারমালা মোডেক্স। ৪৫ বছরের ওই মহিলার দাবি, তাঁর জন্মদাত্রী মা বিশিষ্ট গায়িকা অনুরাধা পাড়োয়াল। তাঁর থেকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন কারমালা। তিনি বলেছেন, ১৯৭৪ সালে তাঁর জন্ম হয় মহারাষ্ট্রে। যখন চারদিন বয়স, তখনই অনুরাধা ‘মেয়ে’কে তাঁর বন্ধু পোন্নাচান এবং তাঁর স্ত্রী অ্যাগনেসের হাতে তুলে দিয়েছিলেন। কারণ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে অনুরাধা তখন খ্যাতির শীর্ষে। সেনাবাহিনীতে কর্মরত অনুরাধা পাড়োয়ালের বন্ধু পোন্নাচান সেই সময় মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। সেই সূত্রেই অনুরাধা চারদিনের ‘মেয়ে’কে বন্ধু ও বন্ধুপত্নীর হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন কারমালা। পরে ওই দম্পতি শিশুটিকে নিয়ে কেরালায় চলে যান।

কারমালার দাবি, ৪-৫ বছর আগে তাঁর পালক বাবা পোন্নাচান যখন মৃত্যুশয্যায় তখনই তাঁর জন্ম বৃত্তান্ত জানিয়ে দেন। তিনি বলেন, বায়োলজিক্যাল মায়ের হদিশ পেয়ে তিনি অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোন করেন। কিন্তু তাঁর ফোন কেটে দেওয়া হয়। এবং নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন কারমালা। ২৭ জানুয়ারি এই মামলার শুনানি। ওইদিন অনুরাধা পাড়োয়ালকে দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের নিজের আত্মীয় বলে দাবি করার বহু নজির আছে। কিন্তু অনেক দাবি শেষপর্যন্ত ধোপে টেকেনি। এখন কারমালার দাবি আদালতে প্রতিষ্ঠিত হয় কি না সেটাই দেখার।

Related articles

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...
Exit mobile version