Sunday, May 4, 2025

ফের বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান হওয়ার দাবি উঠল। এবার জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়ালের মেয়ে বলে নিজেকে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলা। এই দাবি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করেছেন কারমালা মোডেক্স। ৪৫ বছরের ওই মহিলার দাবি, তাঁর জন্মদাত্রী মা বিশিষ্ট গায়িকা অনুরাধা পাড়োয়াল। তাঁর থেকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন কারমালা। তিনি বলেছেন, ১৯৭৪ সালে তাঁর জন্ম হয় মহারাষ্ট্রে। যখন চারদিন বয়স, তখনই অনুরাধা ‘মেয়ে’কে তাঁর বন্ধু পোন্নাচান এবং তাঁর স্ত্রী অ্যাগনেসের হাতে তুলে দিয়েছিলেন। কারণ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে অনুরাধা তখন খ্যাতির শীর্ষে। সেনাবাহিনীতে কর্মরত অনুরাধা পাড়োয়ালের বন্ধু পোন্নাচান সেই সময় মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। সেই সূত্রেই অনুরাধা চারদিনের ‘মেয়ে’কে বন্ধু ও বন্ধুপত্নীর হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন কারমালা। পরে ওই দম্পতি শিশুটিকে নিয়ে কেরালায় চলে যান।

কারমালার দাবি, ৪-৫ বছর আগে তাঁর পালক বাবা পোন্নাচান যখন মৃত্যুশয্যায় তখনই তাঁর জন্ম বৃত্তান্ত জানিয়ে দেন। তিনি বলেন, বায়োলজিক্যাল মায়ের হদিশ পেয়ে তিনি অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোন করেন। কিন্তু তাঁর ফোন কেটে দেওয়া হয়। এবং নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন কারমালা। ২৭ জানুয়ারি এই মামলার শুনানি। ওইদিন অনুরাধা পাড়োয়ালকে দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের নিজের আত্মীয় বলে দাবি করার বহু নজির আছে। কিন্তু অনেক দাবি শেষপর্যন্ত ধোপে টেকেনি। এখন কারমালার দাবি আদালতে প্রতিষ্ঠিত হয় কি না সেটাই দেখার।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version