Thursday, November 13, 2025

ফের বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান হওয়ার দাবি উঠল। এবার জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়ালের মেয়ে বলে নিজেকে দাবি করলেন কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা এক মহিলা। এই দাবি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করেছেন কারমালা মোডেক্স। ৪৫ বছরের ওই মহিলার দাবি, তাঁর জন্মদাত্রী মা বিশিষ্ট গায়িকা অনুরাধা পাড়োয়াল। তাঁর থেকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন কারমালা। তিনি বলেছেন, ১৯৭৪ সালে তাঁর জন্ম হয় মহারাষ্ট্রে। যখন চারদিন বয়স, তখনই অনুরাধা ‘মেয়ে’কে তাঁর বন্ধু পোন্নাচান এবং তাঁর স্ত্রী অ্যাগনেসের হাতে তুলে দিয়েছিলেন। কারণ, প্লেব্যাক সিঙ্গার হিসেবে অনুরাধা তখন খ্যাতির শীর্ষে। সেনাবাহিনীতে কর্মরত অনুরাধা পাড়োয়ালের বন্ধু পোন্নাচান সেই সময় মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। সেই সূত্রেই অনুরাধা চারদিনের ‘মেয়ে’কে বন্ধু ও বন্ধুপত্নীর হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি করেছেন কারমালা। পরে ওই দম্পতি শিশুটিকে নিয়ে কেরালায় চলে যান।

কারমালার দাবি, ৪-৫ বছর আগে তাঁর পালক বাবা পোন্নাচান যখন মৃত্যুশয্যায় তখনই তাঁর জন্ম বৃত্তান্ত জানিয়ে দেন। তিনি বলেন, বায়োলজিক্যাল মায়ের হদিশ পেয়ে তিনি অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ফোন করেন। কিন্তু তাঁর ফোন কেটে দেওয়া হয়। এবং নম্বর ব্লক করে দেওয়া হয়েছে। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেন কারমালা। ২৭ জানুয়ারি এই মামলার শুনানি। ওইদিন অনুরাধা পাড়োয়ালকে দুই সন্তানকে নিয়ে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। এর আগেও বিশিষ্ট ব্যক্তিদের নিজের আত্মীয় বলে দাবি করার বহু নজির আছে। কিন্তু অনেক দাবি শেষপর্যন্ত ধোপে টেকেনি। এখন কারমালার দাবি আদালতে প্রতিষ্ঠিত হয় কি না সেটাই দেখার।

Related articles

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...
Exit mobile version