Wednesday, November 12, 2025

NRC ও CAA–‌র বিরুদ্ধে আজ শিলিগুড়ির রাজপথে মমতার মহামিছিল

Date:

কলকাতার পর এবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NRC ও CAA–‌র বিরুদ্ধে ঐতিহাসিক মহামিছিল৷ আজ,শুক্রবার পথে নামবেন মমতা৷ লক্ষ মানুষকে সঙ্গী করে শিলিগুড়ির রাজপথে হাঁটবেন। সভা করে কেন্দ্রের বিরুদ্ধে তোপও দাগবেন। বৃহস্পতিবারই মমতা পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি ৷ শহরের মৈনাক ট্যুরিস্ট লজের সামনের মঞ্চে বক্তব্য পেশ করে মিছিল শুরু করবেন মমতা। সেই মিছিল শেষ হবে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। প্রায় 6 কিমি হাঁটবেন তিনি। পাহাড় থেকে পার্বত্য তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী–‌সহ অন্তত ১৫টি বোর্ডের হাজার হাজার মানু্ষ প্রতিবাদে শামিল হবেন। ৫০০ গাড়িও নামবে পাহাড় থেকে৷ শুক্রবার মিছিল করে বিকেলেই মমতা কলকাতায় ফিরবেন।

NRC বা CAA–‌র বিরুদ্ধে দেশের প্রথম জোরালো প্রতিবাদ হয়েছে এই বাংলা থেকে, মমতার নেতৃত্বেই। সেই প্রতিবাদ এবার পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চায় তৃণমূল ৷ তৃণমূলের দাবি, আজকের মিছিলে লক্ষাধিক মানুষ আসবেন। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিলের প্রস্তুতি খতিয়ে দেখতে আগেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই কর্মসূচির দায়িত্বে আছেন মন্ত্রী গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার৷ মন্ত্রী গৌতম দেব বলেছেন, “এই মহামিছিলের জন্য হয়তো কিছু মানুষের সমস্যা হবে। কিন্তু যেখানে মানুষ দেশছাড়া হওয়ার আশঙ্কার মুখে, সেখানে এইটুকু সমস্যা মেনে নিতেই হবে। প্রশাসন চেষ্টা চালাচ্ছে যাতে সমস্তকিছু নিয়ন্ত্রণের মধ্যেই থাকে।” এই মহামিছিলে অংশ নিতে চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই শিলিগুড়িতে এসে গিয়েছেন৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version