ইরাকে হামলার পরেই কী টুইট করলেন ট্রাম্প?

ইরাকের বাগদাদ বিমানবন্দরে সাতসকালেই বিমানহানা মার্কিন সেনাদের। আমেরিকার এই আকস্মিক এয়ারস্ট্রাইকে বিমানবন্দরেই প্রাণ হারিয়েছেন ইরানের কুদ সেনাপ্রধান কাশিম সুলেইমান ও ইরানের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। ঘটনার পরই ট্যুইট করে মার্কিন পতাকা পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল। অর্থাৎ ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থনেই এই আক্রমণ। আমেরিকা জানিয়েছে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। মার্কিন-ইরান সম্পর্কের তুমুল উত্তেজনার মাঝে আমেরিকার এয়ারস্ট্রাইক মধ্যপ্রাচ্যের উত্তাপ কয়েক গুণ বাড়াতে চলেছে। এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিমানহানার পর ব্যারেল প্রতি তেলের দামও উর্ধমুখী।

Previous articleকাকভোরে মার্কিন হানা, হত ইরানের সেনাপ্রধান, যুদ্ধের শঙ্কা
Next articleNRC ও CAA–‌র বিরুদ্ধে আজ শিলিগুড়ির রাজপথে মমতার মহামিছিল