ফের কলকাতায় দিনদুপুরে শ্লীলতাহানি। শনিবার সকালে অফিস টাইমে ভিড়ের সুযোগ নিয়ে বাসে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

হাওড়ার বাসিন্দা বছর আঠাশের ওই তরুণীর অভিযোগ, আজ সকাল ১০টা নাগাদ বাসটি পার্ক স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে দাঁড়ালে এক ব্যক্তি বাস থেকে নামতে যায়। সেই সময় ওই ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে বলে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানান তিনি। তাঁর চিৎকারে বিষয়টি জানাজানি হয়।

এরপর ট্রাফিক পুলিশ অভিযুক্ত জয়চাঁদ মণ্ডল (৫২)-কে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-এবার ডোভার লেন সঙ্গীত সম্মেলনে অনন্য উদ্যোগ
