Thursday, August 21, 2025

বেনজির ! গঙ্গাসাগরের ট্র্যাফিক সামলানোর দায়িত্বে এবার কলকাতা পুলিশ

Date:

এই প্রথম বার গঙ্গাসাগরে ট্র্যাফিক সামলাতে যাচ্ছেন কলকাতা পুলিশের একঝাঁক দক্ষ
ট্র্যাফিক সার্জেন্ট ও অফিসার৷

লালবাজার সূত্রের খবর, কলকাতা ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে দিন দুয়েক আগেই শহরের 12টি ট্র্যাফিক গার্ডের একজন করে সার্জেন্টকে গঙ্গাসাগরে ডিউটিতে যাওয়ার কথা বলা হয়েছে। আগামী 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত, সাগর-মেলা ও স্নান চলাকালীন, তাঁদের গঙ্গাসাগরের ডিউটিতে থাকতে হবে৷ এ জন্য তাঁদের বেডিং, ইউনিফর্মের পাশাপাশি সার্জেন্টদের নিয়ে যেতে বলা হয়েছে তাঁদের সরকারি বাইকও। এই প্রথমবার গঙ্গাসাগরে সার্জেন্টদের ডিউটিতে পাঠানো হচ্ছে বলে সূত্র জানাচ্ছে৷
লালবাজারের বক্তব্য, গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেক VVIP-ও। ওই চত্বরে আসে প্রচুর গাড়ি ও বাস। ফলে পার্কিং, VVIPদের পথ সচল রাখা ও সার্বিক ভাবে গঙ্গাসাগর মেলা চত্বরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের দুশ্চিন্তা থাকে প্রতিবারই। এ বার সেই সমস্যা মেটাতেই কলকাতা পুলিশের বিভিন্ন ট্র্যাফিক গার্ডের অভিজ্ঞ সার্জেন্টদের পাঠানো হচ্ছে সাগরে। তাঁরা মূলত সেখানকার পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ট্র্যাফিক ব্যবস্থা সামাল দেবেন৷ সুন্দরবন পুলিশ জেলার অফিসারদের সঙ্গেই কাজ করবেন এই সার্জেন্টরা।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version