পিকনিক চলাকালীন তিনজনের মর্মান্তিক মৃত্যু, কারণ জানেন ?

পিকনিক চলাকালীন বিদ্যুতের তারে বিদ্যুপৃষ্ট হয়ে মারা গেল তিনজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দ: ২৪ পরগনার উস্তিতে। মৃতদের মধ্যে একটি শিশুও আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে বাড়ির ছাদে পিকনিক চলছিল, তার গা ঘেঁষে গিয়েছে বিদ্যুতের তার। ভুলবশত: ওই তারে একজনের হাত লাগে। তাঁকে বাঁচাতে অন্য এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন। তিনিও সঙ্গে সঙ্গে বিদ্যুপৃষ্ট হন। একটি শিশু এসব দেখে ভয় পেয়ে তাদের স্পর্শ করতেই ঘটনাস্থলে সেও বিদ্যুপৃষ্ট হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।