JNU কাণ্ড: ভয় পেয়েই পড়ুয়াদের ওপর আক্রমণ, দাবি রাহুলের

JNU কাণ্ডের তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি জানান, ভয় পেয়েছে বলেই পড়ুয়াদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি।

দিল্লিরবজহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপরে ABVP আশ্রিত দুষ্কৃতীদের হামলার ঘটনার তীব্র নিন্দা এক টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন, “জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী অধ্যাপকদের উপর মুখোশধারী এই জঘন্য আক্রমণকে ধিক্কার জানাই। শিক্ষাঙ্গনে এই ঘটনায় আমি বিস্মিত। এমন নির্মম আক্রমণে অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এরপর তিনি লেখেন, “গোটা দেশকে নিয়ন্ত্রণ করছে ফ্যাসিবাদীরা। স্বৈরতন্ত্র কায়েম হয়েছে দেশজুড়ে। তবে এটা প্রমান করে, আমাদের সাহসী ছাত্র-ছাত্রীদের আন্দোলন দেখে ভয় পেয়েছে বলেই এই আক্রমণ।”

Previous articleএবিভিপির হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছে, জেএনইউর ঘটনা পূর্বপরিকল্পিত!
Next articleসব মার্কিন সেনাকে সরতে বলল ইরাক