Wednesday, August 27, 2025

আট বছর পরে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার ছবি ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। আগের ছবিতে চমক ছিল প্রসেনজিতের লুকে। আর এবার সেই জায়গায় অনির্বাণ ভট্টাচার্য। তবে, শুধু তিনি নন, শনিবার ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আসতে সিনে দুনিয়ায় হৈ চৈ পড়ে গিয়েছে। অনির্বাণের পাশাপাশি, চমক রয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়ের চেহারাতেও। পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেনের লুকও অন্য রকম। তবে সবথেকে বেশি নজর কাড়া অনির্বাণের লুক। তাঁর হেয়ার স্টাইল নিয়ে অভিনেতা জানান, স্যালোঁ থেকে হেয়ার স্টাইল করে বেরনোর পরেই প্রযোজনা সংস্থা তাঁর হাতে টুপি ধরিয়ে দেন। যতদিন না ছবির লুক সামনে এসেছে, ততদিন বিশেষ হেয়ারকাট প্রকাশ করতে পারেননি অনির্বাণ।

প্রথমেই জানা গিয়েছিল, ‘বাইশে শ্রাবণ’-এর ছবির কিছু চরিত্রকে ‘দ্বিতীয় পুরুষ’-এ দেখা যাবে। কিন্তু সময়ের ব্যবধান বোঝাতে পরমব্রত ও রাইমার চেহারায় পরিবর্তন আনা হয়েছে।
‘বাইশে শ্রাবণ’-এ ছিলেন আবির চট্টোপাধ্যায়। এই
ছবিতেও ছোট্ট চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষও।
সৃজিতের প্রথম থ্রিলার ছবি ‘বাইশে শ্রাবণ’ দেখে আল্পুত হয়েছিলেন দর্শক। তাঁর শেষ থ্রিলার ‘ভিঞ্চিদা’-তেও বাজিমাত করেছেন পরিচালক। সেটারও সিক্যুয়াল দাবি করেছেন দর্শক। ‘দ্বিতীয় পুরুষ’ নিয়ে আশাবাদী প্রয়োজনা প্রযোজনা সংস্থা এসভিএফও। কর্ণধার মহেন্দ্র সোনির মতে, থ্রিলার ছবি তৈরিতে সৃজিত মুখোপাধ্যায় মাস্টার প্লেয়ার। এবছর জানুয়ারিতেই ছবিটি মুক্তি পওয়ার কথা।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version