Friday, November 14, 2025

প্রকাশ্যে ‘দ্বিতীয় পুরুষ’-এ লুক, এ কী করলেন অনির্বাণ!

Date:

আট বছর পরে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ব্লকবাস্টার ছবি ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। আগের ছবিতে চমক ছিল প্রসেনজিতের লুকে। আর এবার সেই জায়গায় অনির্বাণ ভট্টাচার্য। তবে, শুধু তিনি নন, শনিবার ছবির চরিত্রদের লুক প্রকাশ্যে আসতে সিনে দুনিয়ায় হৈ চৈ পড়ে গিয়েছে। অনির্বাণের পাশাপাশি, চমক রয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়ের চেহারাতেও। পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেনের লুকও অন্য রকম। তবে সবথেকে বেশি নজর কাড়া অনির্বাণের লুক। তাঁর হেয়ার স্টাইল নিয়ে অভিনেতা জানান, স্যালোঁ থেকে হেয়ার স্টাইল করে বেরনোর পরেই প্রযোজনা সংস্থা তাঁর হাতে টুপি ধরিয়ে দেন। যতদিন না ছবির লুক সামনে এসেছে, ততদিন বিশেষ হেয়ারকাট প্রকাশ করতে পারেননি অনির্বাণ।

প্রথমেই জানা গিয়েছিল, ‘বাইশে শ্রাবণ’-এর ছবির কিছু চরিত্রকে ‘দ্বিতীয় পুরুষ’-এ দেখা যাবে। কিন্তু সময়ের ব্যবধান বোঝাতে পরমব্রত ও রাইমার চেহারায় পরিবর্তন আনা হয়েছে।
‘বাইশে শ্রাবণ’-এ ছিলেন আবির চট্টোপাধ্যায়। এই
ছবিতেও ছোট্ট চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষও।
সৃজিতের প্রথম থ্রিলার ছবি ‘বাইশে শ্রাবণ’ দেখে আল্পুত হয়েছিলেন দর্শক। তাঁর শেষ থ্রিলার ‘ভিঞ্চিদা’-তেও বাজিমাত করেছেন পরিচালক। সেটারও সিক্যুয়াল দাবি করেছেন দর্শক। ‘দ্বিতীয় পুরুষ’ নিয়ে আশাবাদী প্রয়োজনা প্রযোজনা সংস্থা এসভিএফও। কর্ণধার মহেন্দ্র সোনির মতে, থ্রিলার ছবি তৈরিতে সৃজিত মুখোপাধ্যায় মাস্টার প্লেয়ার। এবছর জানুয়ারিতেই ছবিটি মুক্তি পওয়ার কথা।

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version