আমাদের গণতান্ত্রিক কাঠামোর জন্য গর্বিত, গঙ্গাসাগরে মন্তব্য মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর সফরে গিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমরা আমাদের গণতান্ত্রিক কাঠামোর জন্য গর্বিত। একটা দল ক্ষমতায় এসে সব নষ্ট করে দিচ্ছে। মতপ্রকাশের অধিকার এখন বিপদের মুখে আমাদের ঠেলে দিচ্ছে। তিনি মনে করিয়ে দেন, আমরা ছাত্রদের সঙ্গে আছি। তাঁর পরামর্শ, পড়ুয়াদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এক সুরে কথা বলতে হবে। এটি পরিকল্পিত হামলা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট কথা, এভাবে চললে দেশ কিভাবে চলবে।

Previous articleহামলার জন্য দায়ী বিক্ষোভকারীরাই! এ কী বললেন উপাচার্য
Next articleলজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, জেএনইউ নিয়ে ট্যুইট দিল্লি পুলিশের আইনজীবীর!