ভারত-ইরান ফোনে কথা

আমেরিকা-ইরান সম্পর্ক প্রবলভাবে তেতে ওঠার মধ্যেই ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি পরিস্থিতিকে গুরুতর বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী। এই পরিস্থিতিতেও দুই দেশ নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলার পক্ষপাতী। প্রসঙ্গত, তেল ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করে ইরানকে কোণঠাসা করতে আমেরিকা মরিয়া হলেও মার্কিন আপত্তি উড়িয়ে তেহরানের পাশে থেকেছে দিল্লি। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষকে সংযত থাকার আর্জি জানিয়েছে ভারত।

 

Previous articleনো সিএএ-এনআরসি, মহারাষ্ট্রের মন্ত্রীও জানিয়ে দিলেন
Next articleদিল্লিতে সদর দফতর ঘেরাও, শহরে মিছিল-বিক্ষোভ সারাদিন