Friday, November 14, 2025

শীতের সকালেও কপালে ঘাম জমল বিনপুরবাসীর। কারণ, সেখানকার মোহনপুরের মালাবতী জঙ্গলের পাশে কাদা মাটিতে মিলল বন্য পশুর পায়ের ছাপ। আর স্থানীয়দের মতে, সেটি বাঘের পায়ের ছাপ। বিনপুর থানার কাঁকো মোহনপুরের মালাবতী জঙ্গলের পাশে একটি সর্ষে খেতে অজ্ঞাত প্রাণীর পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। বাঘের পায়ের ছাপ সন্দেহে মোহনপুরের আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যায় বিনপুর থানার পুলিশও। পায়ের ছাপ পরীক্ষা করেন বনকর্মীরা। সুন্দরবন থেকে বিশেষজ্ঞরা যাচ্ছেন ঘটনাস্থলে। পাতা হচ্ছে ফাঁদও। একই সঙ্গে ট্র্যাপ ক্যামেরাও লাগানো হবে জঙ্গল জুড়ে। তবে, অনেকের অনুমান বাঘ নয় রয়েছে বাঘিনী। এবং সঙ্গে তার শাবক রয়েছে বলেও ধারণা।

২০১৭-তে ঝাড়গ্রামের লালগড়ে বাঘের আতঙ্ক ছড়ায়। সেই সময়ই পাগ মার্কটিকে বাঘের বলে মনে করেনি বন দফতর। এরপর ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। বাঘ ধরার জন্য লালগড়ে বসানো হয় খাঁচা। কিন্তু শেষ পর্যন্ত আদিবাসী শিকার উৎসবে শিকার হয় পূর্ণবয়স্ক বাঘটি। সেই কারণেই এবার বিনপুরে পাওয়া পাগমার্ক নিয়ে সতর্ক বন দফতর। স্থানীয়দের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অজ্ঞাত প্রাণীটির পায়ের ছাপ এবং অন্যান্য নমুনা সংগ্রহ করে রাজ্য বন দফতরকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএফও।

আরও পড়ুন-JNU কাণ্ড: কাঁদছেন অভিনেত্রী, ফুঁসছে বলিউড!

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version