Saturday, May 3, 2025

আগামীকাল, বুধবার, 8 জানুয়ারি, একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দেশজুড়ে বনধের ডাক দিয়েছে বিভিন্ন ইস্যুতে৷
এই ধর্মঘটের ইস্যুগুলিকে সমর্থন করলেও রাজ্যে ‘বন্‌ধ’ চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, “বাংলায় বন্‌ধ হবে না। আমরা বন্‌ধ সমর্থন করব না। আমরা এই ইস্যুগুলি নিয়ে রোজ আন্দোলন করছি। বন্‌ধ করলে অর্থনীতির ক্ষতি হয়। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। বন্‌ধ করলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে।”
ধর্মঘটের মোকাবিলায় তাই প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷ বন্‌ধের প্রেক্ষিতে বুধবার ছাড়াও মঙ্গল ও বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। বন্‌ধের দিন পুরো বা অর্ধেক দিনের CL-ও গ্রাহ্য করা হবে না বলে রাজ্যের সার্কুলারে জানানো হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে ভর্তি থাকা, পরিবারের কারও মৃত্যু, 7 জানুয়ারির আগে অনুমোদিত মাতৃত্বকালীন লিভের মতো ছুটি ওই দিনগুলিতে গরহাজির থাকলেও গ্রাহ্য করা হবে। ওই বিজ্ঞপ্তিতে DIES NON -এর উল্লেখ করে বলা হয়েছে, এর বাইরে কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে, চাকরি জীবনে ছেদ পড়বে। বেতনও কাটা যাবে। এই বিজ্ঞপ্তি জারি করে আগের বন্‌ধগুলির মতোই কড়া অবস্থান নিয়েছে নবান্ন। ধর্মঘটের দিন যান- চলাচল স্বাভাবিক রাখতে পরিবহণ দপ্তরও আলাদা নির্দেশ জারি করেছে।

রাজ্যের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

◼8 জানুয়ারি, বুধবার ছাড়াও মঙ্গল এবং বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷

◼বন্‌ধের দিন পুরো বা অর্ধেক দিনের CL গ্রাহ্য হবে না।

◼শুধুমাত্র হাসপাতালে ভর্তি থাকা, পরিবারের কারও মৃত্যু, 7 জানুয়ারির আগে অনুমোদিত মাতৃত্বকালীন লিভের মতো ছুটি ওই দিনগুলিতে অনুপস্থিতি গ্রাহ্য হবে।

◼8 জানুয়ারি অনুপস্থিত থাকলে, চাকরি জীবনে ছেদ পড়বে [ DIES NON ]৷

◼বেতনও কাটা যাবে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন, NRC, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ-সহ একাধিক ইস্যুতে 8 জানুয়ারি দেশজুড়ে 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সিটু-ইনটাক-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বাম দলগুলির পাশে দাঁড়িয়ে রাজ্যে CAA এবং NRC বিরোধী এই ধর্মঘটকে সমর্থন করছে প্রদেশ কংগ্রেস। বিভিন্ন সংগঠনও এই ধর্মঘটকে সমর্থন করছে।

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version