নিশ্চিন্তে থাকুন, আমি পাহারাদার হয়ে পাশে থাকব, বললেন মুখ্যমন্ত্রী

আমি আপনাদের পাহারাদার। আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের অসুবিধা আমি দূর করবো। পাথরপ্রতিমার মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বুলবুলের সময়ে আপনাদের পাশে ছিলাম। কেউ ছিল না। আমি সেইভাবেই থাকব। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আমাদের রাজস্ব থেকেই দিতে হচ্ছে। আমকে ৫০হাজার কোটি টাকা শুধু ঋণ শোধ করতে দিতে হয়। এই টাকা দিতে না হলে নিশ্চিত আরও সুবিধা হতো। আপনাদের জন্য তাহলে লোহার ব্রিজ বানিয়ে দিতাম। কেন্দ্রকে তোপ দেগে বলেন, রেলপথে সংযুক্ত করা হয়েছে কুম্ভমেলাকে, কিন্তু গঙ্গাসাগর কেন্দ্রের কাছে উপেক্ষিতই থেকে গিয়েছে। প্রসঙ্গত লট ৮থেকে কচুবেড়িয়া পর্যন্ত লোহার ব্রিজ করার কথা ছিল। কয়েক বছর আগের তাজপুর বন্দর হওয়ার সময় এই ব্রিজ তৈরি কথা উঠেছিল। কেন্দ্র ৭৪% চেয়েছিল শেয়ার চেয়েছিল, বাকি ২৬% শেয়ার রাজ্য পাবে বলে প্রস্তাব ছিল। কিন্তু বিগত চার বছরে কেন্দ্রকে বারবার বলেও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাতে অর্থ এলেই ব্রিজ বানিয়ে দেবে।