৮ তারিখের ধর্মঘটের বিরোধিতা করেই সার্কুলার রাজ্য সরকারের

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৮ জানুয়ারির সাধারন ধর্মঘটের বিরোধিতা করে
সার্কুলার জারি করে দিলো। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী-র সই করা এই সার্কুলারে স্পষ্টভাবেই
এ রাজ্যের সরকারি কর্মচারীদের ওইদিনের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে৷ সার্কুলারে এই বনধেও ‘ডায়াস নন’ করার কথা বলা হয়েছে৷ ‘ডায়াস নন’-এর অর্থ, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীকে ওই দিন কাজে যোগ দিতে হবে৷ কোনও ধরনের ছুটি মঞ্জুর করা হবে না। ধর্মঘটের দিন কাজে যোগ না দিলে একদিনের বেতন তো কাটা যাবেই, একইসঙ্গে চাকরিজীবন থেকে একদিন কেটে নিয়ে ‘ডায়াস নন’ করার কথা বলা হয়েছে। এদিকে, ধর্মঘটের ডাক দেওয়া সংগঠনগুলির তরফে বলা হয়েছে, রাজ্য সরকার জোর করে ধর্মঘট ভাঙার চেষ্টা করলে তা প্রতিরোধ করেই ধর্মঘট হবে।

Previous articleযাদবপুরে পড়ুয়াদের আন্দোলন: পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী নালিশ জানাবেন মুখ্যমন্ত্রীকে
Next articleব্রেকফাস্ট নিউজ