বিভাস-বাশারের বাড়ি গেলেন কেন শমীক?

এনআরসি-সিএএ-র সমর্থনে বাড়ি বাড়ি প্রচার বিজেপির শুরু হয় রবিবার থেকে। কিন্তু রাজ্য দলের অন্যতম নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখে শহরের বিশিষ্টদের কাছে এই বোঝানোর কর্মসূচি রীতিমতো চোখ টেনেছে। যেহেতু দলে তাত্ত্বিক নেতা হিসাবে শমীক পরিচিত, এবং বুদ্ধিজীবী মহলে অনায়াসে মিশে যেতে পারেন নিজের প্রাজ্ঞতার কারণে, তাই দল তাঁকে দায়িত্ব দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তাঁর অভিযান।

সকালে প্রথমে তিনি গল্ফ গ্রিনে যান নাট্য পরিচালক বিভাস চক্রবর্তীর ফ্ল্যাটে। দীর্ঘ কথা হয় সৌহার্দ্যের বাতাবরণে। বিভাসবাবু কিছু প্রশ্ন তোলেন। সেই প্রশ্নেরও জবাব দেওয়ার চেষ্টা করেছেন শমীক। বিজেপি অবাঙালিদের দল, এই ধারণাও এই আলোচনা থেকে উঠে এলে শমীক শ্যামাপ্রসাদের প্রসঙ্গ টেনে জবাব দেওয়ার চেষ্টা করেন। তবে তিনি কী কী প্রশ্ন তুলেছেন, তা অবশ্য গোপনই রাখতে চেয়েছেন বিভাস।

পরে লেখক আবুল বাশারের বাড়িতে যান শমীক। বাশার আবার শমীকের ঘনিষ্ঠ। বাশার জানান, ওর সঙ্গে বহু বিষয় নিয়ে কথা হয়। ওকে বলেছি প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন-ভিন্ন মত মানুষকে আতঙ্কে ফেলেছে। শমীক জানান, বোঝাচ্ছি। আমার বোঝানোর পালা চলবে।

প্রশ্ন, তাতে কি হাওয়া বদল হবে?

আরও পড়ুন-পাথরপ্রতিমায় ব্যস্ত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী