দেশজুড়ে কেন এই সাধারণ ধর্মঘট? কারা ডেকেছে?

CAA, NRC, NPR প্রত্যাহার সহ একাধিক দাবিতে দেশজুড়ে এই ধর্মঘট চলছে। ধর্মঘটের ডাক দিয়েছে 17টি শ্রমিক সংগঠন। আজ দেশব্যাপী ছাত্র ধর্মঘটেরও ডাক দেওযা হয়েছে। ধর্মঘটে সামিল কংগ্রেসও।

কেন এই সাধারন ধর্মঘটের ডাক ?

বেহাল অর্থনীতি, বেসরকারিকরণ, বিলগ্নিকরণ-সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটীদের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সপ্তাহে 5 দিন কাজ। পরে যুক্ত হয়েছে NRC, CAA-র বিরোধিতা৷

ধর্মঘটে সামিল হয়েছে INTUC, CITU, AITUC, HMS, TUCC, UTUC, সেলফ এমপ্লয়েড ওমেনস অ্যাসোসিয়েশন, লেবার প্রোগ্রেসিভ ফেডারেশন ইত্যাদি ৷ বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন এই ধর্মঘটে নেই।

Previous articleধর্মঘটের প্রভাব রেললাইনে
Next article‘অ্যাম্বুল্যান্স আটকেছি, আবার আটকাবো’, ফের বেলাগাম দিলীপ ঘোষ