পশ্চিমীঝঞ্ঝার জেরে ফের পৌষে বৃষ্টি, বাড়ল তাপমাত্রা

পশ্চিমীঝঞ্ঝার জেরে ফের আকালবর্ষণ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার, বৃষ্টির সম্ভবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো, এদিন বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, হুগলি সহ বিভিন্ন জেলায়। বৃষ্টির সঙ্গে বইছে ঠান্ডা হওয়া।

বৃহস্পতিবার, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। এরপর বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয়েছে। তবে, মেঘলা আবহাওয়ার জেরে কলকাতার তাপমাত্রা বেড়েছে। এদিন, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টি কেটে গেলে আবার জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছেন হাওয়া অফিস।

আরও পড়ুন-ফাঁকা নয়,সেই অ্যাম্বুল্যান্সে তখন যন্ত্রণায় ছটফট করছিলেন পাপিয়া বিবি

Previous articleফাঁকা নয়,সেই অ্যাম্বুল্যান্সে তখন যন্ত্রণায় ছটফট করছিলেন পাপিয়া বিবি
Next articleপান্তার সঙ্গে অক্টোপাসের চাটনি! স্বাদ নিতে চলে আসুন এই ঠিকানায়