Monday, May 12, 2025

দুরন্ত ব্যাটিংয়ের পর অনবদ্য বোলিং। ভারতের ২০১ রানের বিরুদ্ধে খেলতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কা। পুনেতে শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত। মাত্র ১২৩ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কান ইনিংস।

এদিনের ডু অর ডাই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক মালিঙ্গা। ওপেনিং জুটির বড় রানের পাশাপাশি শার্দূল ঠাকুর এবং মনীশ পান্ডের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রানে পৌঁছে যায় টিম কোহলি। ভারতের দুই ওপেনিং জুটি, ধাওয়ান এবং রাহুল করেন যথাক্রমে ৫২ এবং ৫৪ রান। ক্যাপ্টেন কোহলিও ১৭ বলে ২৬ রান করে স্কোরবোর্ডে রান যোগ করেন। বাকি কাজটা সারেন মনীশ পান্ডে এবং শার্দূল ঠাকুর। শার্দূলের ৮ বলে ২২ এবং পান্ডের ১৮ বলে ৩১ রানের তান্ডব ব্যাটিংয়ে ভর করে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ও একটি করে উইকেট নেন হাসারাঙা ও কুমারা।

জবাবে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই শ্রীলঙ্কান ব্যাটিংয়ে ভাঙ্গন ধরান জসপ্রীত বুমরা। মাত্র ১ রানে গুনথিলকা কে সাজঘরে ফেরান তিনি। এরপর অবিস্কা ফার্নান্দো কে ফেরান শার্দূল ঠাকুর। মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিকে এদিনেও বলে বাজিমাত করেন নভদ্বীপ সাইনি। কুশল পেরেরাকে আউট করেন তিনি। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মেথিউস এবং ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ক্রিজে সেট হওয়ার আগেই ৩১ রানে তাকে ফেরান ওয়াসিংটন সুন্দর। এদিন শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন ধনঞ্জয় ডি সিলভা ৫৭(৩৬ বল)। এরপর একের পর এক ব্যাটসম্যান মাঠ ছাড়েন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন সাইনি। দুটি করে উইকেট পান ঠাকুর ও সুন্দর এবং একটি উইকেট পান বুমরা। ভারতের বোলিং দাপটে ১২৩ রানে উড়ে যায় শ্রীলঙ্কা। ৭৮ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল টিম কোহলি।

Related articles

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...
Exit mobile version