ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টি-২০ ম্যাচ শুরু পুনেতে। সন্ধে সাতটা থেকে খেলা শুরু হয়। টসে জিতে শ্রীলঙ্কা অধিমায়ক মালিঙ্গা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারতের ওপেনিং জুটি রাহুল এবং ধাওয়ান খেলছেন নিজেদের মেজাজেই। চার ওভার শেষে ভারত ৩০ করেছে। আজকের ম্যাচ জিতলে আর একটি টি-২০সিরিজ জিতবে ভারত। হেরে গেলে সিরিজ ড্র হবে।
