জেএনইউর অন্দোলনকারীদের সভায় যাওয়ার পর থেকেই গেরুয়াবাহিনীর কোপে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে তাঁর নতুন ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন বিজেপি নেতারা। এবার মধ্যপ্রদেশের বিজেপি নেতা গোপাল ভার্গভ তাঁর বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করলেন। তাঁকে নাচনেওয়ালি বললেন! তাঁর বক্তব্য, যাদের নাচার কথা তারা কেন এই সমস্ত আন্দোলনে যাচ্ছে? আর যদি আন্দোলন করতেই হয় তাহলে রাজনীতিতে নামুক। এ নিয়ে কোনও বক্তব্য রাখেননি খোদ দীপিকা। ইতিমধ্যে মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড এবং পুদুচেরি সরকার ‘ছপাক’কে করমুক্ত করার কথা ঘোষণা করেছে। সে নিয়েও গোপালের অশ্লীল মন্তব্য, ‘ছবিটি মুক্তি পাওয়ার আগেই করমুক্ত করা হয়েছে। যদি পর্ন ছবি হত, তা হলেও বোধহয় মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার এই সিদ্ধান্ত নিত!’
