Thursday, December 18, 2025

মুষল পর্ব ! কু-মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে তুলোধোনা মন্ত্রী বাবুল সুপ্রিয়’র

Date:

Share post:

বঙ্গ-বিজেপিতে জাঁকিয়ে বসছে মুষল-পর্ব !

বিক্ষোভকারীদের গুলি করে মারার কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ নির্বাচিত এক জনপ্রতিনিধির মুখে এই কথা শোনার পর বিজেপিকে সর্বস্তরের ধিক্কার শুনতে হচ্ছে ৷ অসন্তোষের মেঘ জমেছে দলের অন্দরেও৷

দিলীপের এই মন্তব্যের নিন্দা করে বিরোধীরা যা বলছে, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়৷

সোমবার সকালে প্রকাশ্যেই দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল বলেছেন, “দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন দিলীপ। তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই”।

সোমবার সকালেই টুইটারে এই সুরেই দিলীপের সমালোচনা করেছেন বাবুল। তিনি লিখেছেন, ‘‘দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দিলীপ ঘোষ যা বলেছেন তার পুরোটাই কাল্পনিক। যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি। দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’’

বাবুলের এই ‘আগুনে’ মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে
তিনি এড়িয়ে যান৷ দিলীপবাবু সংবাদমাধ্যমে
বলেছেন, ‘‘বাবুল সুপ্রিয় কী বলছেন, আমি জানি না। বৈঠকে আছি। বৈঠক শেষ হোক। জেনে নিই কী বলছেন। তার পর কথা বলব।’’

রবিবার রানাঘাটে CAA-র সমর্থনে প্রচার করার সময়ই “গুলি করে মারার” নিদান দেন৷ ওই সভায় তিনি বলেন, ‘‘CAA- আন্দোলনে 500-600 কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’’ আর তার পরেই এই রাজ্যে যারা CAA-NRC-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের হুমকি দিয়ে বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।’’তাঁর এই মন্তব্য নিয়েই সমালোচনা শুরু হয়।

এই মন্তব্যের জল এতটাই গড়িয়েছে যে দলের এক মন্ত্রীকেই দিলীপের বিরোধিতা করতে হলো৷ রাজনৈতিক মহলের ধারনা, মোদি-শাহের নির্দেশেই বাবুল সুপ্রিয় এই টুইট করেছেন৷

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...