Monday, January 12, 2026

মুষল পর্ব ! কু-মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে তুলোধোনা মন্ত্রী বাবুল সুপ্রিয়’র

Date:

Share post:

বঙ্গ-বিজেপিতে জাঁকিয়ে বসছে মুষল-পর্ব !

বিক্ষোভকারীদের গুলি করে মারার কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ নির্বাচিত এক জনপ্রতিনিধির মুখে এই কথা শোনার পর বিজেপিকে সর্বস্তরের ধিক্কার শুনতে হচ্ছে ৷ অসন্তোষের মেঘ জমেছে দলের অন্দরেও৷

দিলীপের এই মন্তব্যের নিন্দা করে বিরোধীরা যা বলছে, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়৷

সোমবার সকালে প্রকাশ্যেই দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল বলেছেন, “দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন দিলীপ। তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই”।

সোমবার সকালেই টুইটারে এই সুরেই দিলীপের সমালোচনা করেছেন বাবুল। তিনি লিখেছেন, ‘‘দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দিলীপ ঘোষ যা বলেছেন তার পুরোটাই কাল্পনিক। যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি। দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’’

বাবুলের এই ‘আগুনে’ মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে
তিনি এড়িয়ে যান৷ দিলীপবাবু সংবাদমাধ্যমে
বলেছেন, ‘‘বাবুল সুপ্রিয় কী বলছেন, আমি জানি না। বৈঠকে আছি। বৈঠক শেষ হোক। জেনে নিই কী বলছেন। তার পর কথা বলব।’’

রবিবার রানাঘাটে CAA-র সমর্থনে প্রচার করার সময়ই “গুলি করে মারার” নিদান দেন৷ ওই সভায় তিনি বলেন, ‘‘CAA- আন্দোলনে 500-600 কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’’ আর তার পরেই এই রাজ্যে যারা CAA-NRC-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের হুমকি দিয়ে বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।’’তাঁর এই মন্তব্য নিয়েই সমালোচনা শুরু হয়।

এই মন্তব্যের জল এতটাই গড়িয়েছে যে দলের এক মন্ত্রীকেই দিলীপের বিরোধিতা করতে হলো৷ রাজনৈতিক মহলের ধারনা, মোদি-শাহের নির্দেশেই বাবুল সুপ্রিয় এই টুইট করেছেন৷

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...