এবার নিউটাউনে ‘বিবেক তীর্থ’

রবীন্দ্র, নজরুলের পরে এবার স্বামী বিবেকানন্দের স্মৃতিতে গড়ে উঠছে বিবেক তীর্থ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নিউটাউনে ইতিমধ্যেই তৈরি হয়েছে রবীন্দ্র তীর্থ ও নজরুল তীর্থ। একইভাবে তৈরি হচ্ছে বিবেক তীর্থ। সেখানে থাকছে অডিটোরিয়াম, বিবেকানন্দের উপর গবেষণা করার সুযোগ, লাইব্রেরি সহ ভাষাশিক্ষা কেন্দ্র, কম্পিউটার ইনস্টিটিউট, ডিজিটাল লাইব্রেরি ইত্যাদি।
ইকো পার্কের বাইরের অংশে শিকাগোর আর্ট মিউজিয়ামের আদলে গড়ে তোলা হচ্ছে বিবেক তীর্থ। দ্রুত এগোচ্ছে তার কাজ।

Previous articleমোদির বিতর্কিত বক্তব্য নিয়ে মন্তব্যে নারাজ বেলুড় মঠ কর্তৃপক্ষ
Next articleতবে কি এবার কলকাতা বন্দরের পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের পালা?