তবে কি এবার কলকাতা বন্দরের পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের পালা?

রবিবার সকালে কলকাতা পোর্ট ট্রাস্টের একটা অনুষ্ঠানে গিয়ে কলকাতা বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তবে কি এবার পালা ভিক্টোরিয়া মেমোরিয়ালের? ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের দাবি জানালেন সুব্রহ্মণ্যম স্বামী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদল করে রানি ঝাঁসি স্মারক মহল করার দাবি করেছেন তিনি।

রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ট্যুইট করে এমনটাই জানিয়েছেন সুব্রহ্মণ্যম। তিনি লিখেছেন, “আমি নমোর মতামতকে স্বাগত জানাই। কলকাতার ইতিহাসকে ফিরে দেখা উচিত। তাঁর উচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রানি ঝাঁসি স্মারক মহল করা। ১৮৫৭ সালে ঝাঁসির রানিকে বিশ্বাসঘাতকতার পর রানী ভিক্টোরিয়া ভারত দখল করেন, এবং ৯০ বছর ধরে ভারতে লুটতরাজ চালান।”

Previous articleএবার নিউটাউনে ‘বিবেক তীর্থ’
Next articleতারকা-বিধায়কের নাম করে তোলাবাজি!