দিল্লির ভোটে এনটিসিপি

দিল্লির বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার পথে অনেক দূরই এগিয়ে গেল কলকাতার ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি (এনটিসিপি)। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী বিধি নিয়ে কথা সারা হয়ে গিয়েছে। দলের সভাপতি অমিতাভ মজুমদার জানান, দিল্লিতে তাঁর সঙ্গে বেশ কিছু ছোট দলের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। চেষ্টা হচ্ছে চার-পাঁচটি দল একসঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ার। বর্ষীয়ান অমিতাভ মজুমদার জানান, সব ঠিকঠাক থাকলে এনটিসিপি দশটি আসনে প্রার্থী দেবে। এই সপ্তাহের শেষেই চিত্র পরিস্কার হয়ে যাবে। দলের প্রতীক লাল আপেল।

Previous articleবাংলার লজ্জা, ফের বাসে হস্তমৈথুন, বীর্য পড়ল তরুণীর গায়ে!
Next articleলক্ষ্য বাবুল, রাজ্যের দায়িত্বে আমি, কে কী বলছে তাতে দিলীপ ঘোষের যায় আসে না