নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সভায় উপস্থিত জনপ্রিয় পরিচালক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে “আমরা কাগজ দেখাব না” শীর্ষক একটি ভিডিও। সেই সূত্র ধরেই সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় হাজির হন পরিচালক অভিনেতা সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্রে হীরক রাজার রাজত্ব চলছে। দড়ি ধরে টান মেরে তাঁকে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই তাঁরা শুরু করে দিয়েছেন বলেও দাবি করেন সুমন।