২০২০-তে দেশে কাজ হারাতে পারেন প্রায় ১৬ লক্ষ মানুষ

দেশের আর্থিক মন্দা নিয়ে ফের আশঙ্কার খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২০-তে প্রায় ১৬ লক্ষ মানুষ কাজ হারাতে পারেন। অসম ও রাজস্থানের হাল সবথেকে খারাপ হবে বলে রিপোর্টে প্রকাশ। এই রিপোর্ট ঘিরে ফের সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার।

ইপিএফে-র তথ্য অনুযায়ী, গত আর্থিক বছরে দেশে ৮৯.৭ লক্ষ নতুন চাকরি হয়েছে। কিন্তু এ বছর অর্থাৎ ২০১৯-২০ আর্থিক বছরে তা কমে যাবে ১৫.৮ লক্ষ। ২০১৯-এ এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ৪৩.১ লক্ষ নতুন চাকরি তৈরি হয়েছে। এ বছরের মার্চ মাস পর্যন্ত মোট ৭৩.৯ লক্ষ নতুন চাকরি তৈরির সম্ভাবনা রয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় প্রায় ১৬ লক্ষ কম।
কেন্দ্রে মোদি সরকারের সেকেন্ড টার্মের পর থেকেই আর্থিক বৃদ্ধির হার কমছে। বিষয়টি নিয়ে বিরোধীদের আক্রমণের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীরা। কেন্দ্রের তরফে দেশের আর্থিক উন্নতির দাবি করা হলেও, বাস্তবে তার কোনও ছাপই পড়েনি। এই পরিস্থিতিতে কাজ হারানোর সম্ভাবনার খবরে ফের বিরোধীদের সমালোচনা মুখে পড়তে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

আরও পড়ুন-DSP দেবেন্দ্র সিং-এর গ্রেফতারি একাধিক গুরুতর প্রশ্ন তুলেছে