Sunday, November 23, 2025

‘গুলি করে মারা’র মন্তব্যের জেরে এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের। রানাঘাট থানায় এফআইআর দায়ের করলেন শাসকদলেরই এক নেতা। সেখানেই জনসভায় বিজেপি রাজ্য সভাপতি দেশের সম্পত্তি নষ্ট করলে ‘গুলি করে মারার’ নিদান দেন। তাঁর সেই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয় বাংলার রাজনীতিতে। বিরোধীরা তো বটেই এমনকী, প্রকাশ্যে দলের রাজ্য সভাপতির মন্তব্যের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তবে, আর বাগযুদ্ধ নয়, মঙ্গলবার রানাঘাট থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের সাংসদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
রবিবার, নদিয়ায় একটি জনসভায় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। সিএএ-র প্রতিবাদে গত ডিসেম্বরে রাজ্যে ট্রেন পোড়ানো হয়, প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় মুখ্যমন্ত্রী লাঠিচার্জের বা গুলি করার নির্দেশ না দেওয়াতে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরেই সুর চড়িয়ে দিলীপ মন্তব্য করেন, সরকারি সম্পত্তি যারা নষ্ট করে, সেইসব দেশবিরোধীদের গুলি করাই উচিত। এর প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এখন রানাঘাট পুলিশ কী পদক্ষেপ করে সেটাই দেখার।

Related articles

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন।...
Exit mobile version