সিএএ নিয়ে প্রথম কোনও রাজ্য সুপ্রিম কোর্টে

নাগরিকত্ব আইন নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা। মামলাকারী কেরলের পিনারাই বিজয়নের সরকার। এর আগে বিজয়ন সরকার রাজ্যে বিধানসভায় সিএএ রাজ্যে লাগু না করানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাশ করান। এবার গেলেন সুপ্রিম কোর্টে। এই প্রথম কোনও রাজ্য সরকার নাগরিকত্ব আইনের বিরোধিতা করে আদালতে গেল। পিটিশনে বলা হয়েছে, নাগরিকত্ব আইন এমন এক আইন যা দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার যে মূল চরিত্র, সেটাকেই আঘাত করেছে এই আইন। এক্ষেত্রে সংবিধানের ২৫-২৮নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে।

Previous articleইনফোসিস কর্তা নাদেল্লারও সিএএ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ
Next articleকোন্ পথ খোলা রাখতে নতুন দলকে মদত দিচ্ছেন মুকুল?