বছরের শুরুতেই দেশ জুড়ে ফের ব্যাঙ্ক ধর্মঘট

বছরের শুরুতেই দেশ জুড়ে ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টানা ধর্মঘট। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন । এর সঙ্গে রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, মূলত ছয় দফা দাবি  নিয়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর পরে ১ থেকে ৩ মার্চ ব্যাঙ্ক কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবেন। তাদের দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের কথা জানিয়েছে সংঘঠন