ট্রাম্প আসছেন মোদির আমন্ত্রণে

ফেব্রুয়ারির শেষে দিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আর সে নিয়ে পিএমওতে সাজ সাজ রব। ২০২০-র শুভেচ্ছা জানাতে নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ট্রাম্পকে। আমন্ত্রণ জানান ভারতে আসার। গত বছর ২৬জানুয়ারিতেই ট্রাম্পকে আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাতে সাধারণতন্ত্র দিবস অন্যরকম হতে পারতো। কিন্তু রাজ্য ইউনিয়ানের ভাষণ থাকায় ট্রাম্প আসতে পারেননি। এবারের সাধারণতন্ত্র দিবসেও ট্রাম্পকে আমন্ত্রণ জানান। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারির শেষে আসবেন। ভারতের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা এবং সফরসূচি ঠিক করতে আগামী সপ্তাহেই মার্কিন প্রতিনিধি দল আসবে নয়াদিল্লি। উল্লেখ্য এ বছরের নভেম্বরেই আমেরিকায় নির্বাচন।