Sunday, August 24, 2025

সংসদের অভ্যন্তরে বাম-কণ্ঠকে সোচ্চার করতে পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের অবস্থান থেকে সরে আসতে চায় সিপিএম। তারই ইঙ্গিত মিলেছে দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে থাকা সীতারাম ইয়েচুরিকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানোর তৎপরতার মধ্যে। এর আগে ইয়েচুরির রাজ্যসভার মেয়াদ শেষের পর তাঁকে ফের নির্বাচনের জন্য কংগ্রেসের সমর্থন দেওয়ার কথা বলেছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ব্যক্তিগত স্তরে তাঁদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ইয়েচুরির। কিন্তু তিন বছর আগে নানা তাত্ত্বিক ব্যাখ্যা দেখিয়ে ইয়েচুরির যাত্রাভঙ্গ করেছিল তাঁর নিজের দল সিপিএমই। কিন্তু এবার বাংলা থেকে সিপিএমের সাংসদসংখ্যা শূন্যে নেমে আসার পর বিলম্বিত বোধোদয় হয়েছে দলের। এক্ষেত্রে বামেদের শ্রেষ্ঠ বাজি ইয়েচুরিই। আর তাঁর নাম সামনে এলে কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষে বাম প্রার্থীকে সমর্থনের আর্জি উপেক্ষা করা কার্যত অসম্ভব বুঝেই ঝাঁপাতে চাইছে সিপিএম।

ইতিমধ্যেই রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি ও প্রদীপ ভট্টাচার্য। অবশ্য এই দুজনের জয়ের পিছনে তৃণমূলের সমর্থন ও ভূমিকা ছিল। আর কিছুদিনের মধ্যে খালি হবে বাংলার রাজ্যসভার পাঁচটি আসন। চারটি আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনে ছ’বছর আগে সিপিএম প্রার্থী হিসাবে যান ঋতব্রত ব্যানার্জি। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তিনি খাতায়কলমে নির্দল। এবার পঞ্চম আসনটিতেই কংগ্রেসের সমর্থনে সীতারাম ইয়েচুরিকে পাঠাতে চায় সিপিএম। সংসদের ভিতর বামেদের হয়ে গলা তোলার স্বার্থে।

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version